০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রামুতে সাবেক প্রেমিকা ও তার স্বামীকে গলা কেটে হত্যা

রামুতে সাবেক প্রেমিকা ও তার স্বামীকে গলা কেটে হত্যা - ছবি : নয়া দিগন্ত

 

কক্সবাজারের রামুতে বসতঘরে প্রবেশ করে সাবেক প্রেমিকা ও তার স্বামীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুন) ভোর রাত ৩টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় লোহমর্ষক এ ঘটনাটি ঘটে।

নিহত দম্পতি হলেন, ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপরেরখিল এলাকার স্বামী পরিত্যক্ত আমেনা খাতুনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও তার স্বামী চট্টগ্রামের রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ (১৮)।

এ ঘটনায় জড়িত সন্দেহে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানালেও তা অস্বীকার করছে পুলিশ।

রামু থানার ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান, প্রাথমিকভাবে এই হত্যায় ৪ জনকে সন্দেহ করছে রুবিনা আক্তারের মা। তাদের মধ্যে অন্যতম একই ইউনিয়নের বড়বিল চরপাড়া এলাকার আবদু রশিদের ছেলে রমজান আলী। রমজান আলী রুবিনা আক্তারের সাবেক প্রেমিক ছিলেন। সে ইতোপূর্বে রুবিনা আক্তারের মা আমেনা খাতুনকে প্রকাশ্যে হুমকি ধমকি প্রদান করেছিলেন বলে পুলিশকে জানান তিনি। তাই সন্দেহের তীর রমজান আলীর দিকে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, নিহত রুবিনা আকতারের বাবা কামাল হোছেন পার্শ্ববর্তী বাইশারি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুইল্যা ঝিরি এলাকার বাসিন্দা ছিলেন। মা-বাবার দাম্পত্য কলহের কারণে নিহত রুবিনা আকতার তার নানার বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় থাকতেন।

ইতোপূর্বে রুবিনা আকতার ও নুর মোহাম্মদ দম্পতি প্রেম করে বিয়ে করে। তবে তাদের বিয়েটি ছিল বাল্যবিবাহ।

প্রতিবেশীরা আরো জানান, রুবিনা আক্তারের সাথে রমজান আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রেমের সম্পর্ক আরো দৃঢ় করতে রুবিনার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায় রমজান, কিন্তু রমজানের পরিবার তা মানেননি। প্রস্তাব প্রত্যাখান করায় রুবিনাকে অন্যত্রে বিয়ে দেয় মা।

বিয়ের কথাবার্তা চলাকালীন সময়ে প্রেমিক রমজান আলী এও বলছিল তার পরিবারকে সে রাজি করে রুবিনাকে বিয়ে করবে। এ সম্পর্কের জেরে স্থানীয়ভাবে কয়েকবার সালিসি বৈঠকও হয়েছিল। এরপরও রুবিনাকে অন্যত্র বিয়ে দেয়ায় কয়েক দফা হুমকি প্রদান করেছিলেন রমজান। তারই ধরাবাহিকতায় গভীর রাতে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে বলে জানায় স্থানীয়রা।

ঈদগড় ৬নং ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, ভোরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনে প্রশাসনকে অবগত করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টির সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়। জড়িতদের পাকড়াও করতে সম্ভাব্য স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী।

 


আরো সংবাদ



premium cement
মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী

সকল