১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

- ছবি : প্রতীকী

কক্সবাজারের রামুতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বুধবার ভোরে ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, রাত ২ অথবা ৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে। কারা কেন এই হত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে।

হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement