ঈদের দিন সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ১৭ জুন ২০২৪, ১৯:৪৮
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ তারেক (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ সোমবার ঈদের দিন দুপুর ২টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্র সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে ঈদের দিন দুপুরে ১৫/১৬ বছর বয়সী ৭/৮ জন কিশোর ও যুবক সমুদ্র সৈকতে গোসল করতে নামে। পানিতে অনেক্ক্ষণ দাপাদাপি করার পর তাদের মধ্য থেকে মোহাম্মদ তারেক সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যায়। সৈকতের লাইফ গার্ড ও বিচকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তাদের সবার বাড়ি ঈদগাঁও উপজেলায়।
নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড ও বিচকর্মীদের সাথে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা