০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

- ছবি - ইউএনবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় লিচুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে দু’জন ঘটনাস্থলে নিহত হন।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল বাহার।

পুলিশ জানায়, সকাল সোয়া ৪টা দিকে চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়।

এই ঘটনায় ট্রাকে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে। আটক করেছে গাড়ি দু’টি।

ওসি বলেন, প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত দু’জন ট্রাকের চালক ও তার সহকারী।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল