জ্ঞান ফিরেছে নয়া দিগন্তের ফেনীর সাংবাদিক শাহাদাত হোসেনের
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ১৫ জুন ২০২৪, ০৭:৩৬
দৈনিক নয়া দিগন্তের ফেনী অফিস স্টাফ রিপোর্টার ও সুশাসনের জন্য নাগরিক সুজনের ফেনী জেলা সাধারণ সম্পাদক এবং দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এখনো শঙ্কামুক্ত না হওয়ায় আগামী ২৪ ঘণ্টা সিসি ইউতে পর্যবেক্ষণে থাকবেন বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।
শুক্রবার রাত ১০টায় জ্ঞান ফেরার পর ডাক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৪ জুন) বিকেলে হঠাৎ তিনি হাসপাতালে অসুস্থ (হার্ট অ্যাটাক) হয়ে পড়লে তাকে ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় পর্যবেক্ষণে থাকার পর রাত ১০টায় তার জ্ঞান ফেরে।
দেশবাসী, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের কাছে তার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনায় পরিবার দোয়ার দরখাস্ত করেছেন।
তার অসুস্থতার খবর নিজ জেলা ফেনীতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক, সামাজিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সকল স্তরে তার জন্য দোয়া ও সুস্থতা কামনায় দোয়া কামনা করে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ থেকে তার মাও একই হাসপাতালে ভর্তি রয়েছেন। ফেনী থেকে গিয়ে মায়ের জন্য লম্বা সময় হাসপাতালের বারান্দায় দৌডাদৌড়ি, নির্ঘুম রাত কাটানোর টেনশন থেকে তিনি ওই দিন বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।