কক্সবাজারে চাঁদের গাড়িচাপায় অটোচালক নিহত
- ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ১৫:২৪
কক্সবাজারে চাঁদের গাড়ির ধাক্কায় নাছির উদ্দীন নামে এক অটোচালক নিহত হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকিরপাড়া মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নাছির উদ্দীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, এ ঘটনায় আরো ছয়জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেলেও তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই রাখাইন সম্প্রদায়ের ছিলেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড (খোদাই বাড়ি) এলাকার সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নাছির উদ্দীন ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চৌফলদন্ডী যাচ্ছিলেন, পথে বেপরোয়া গতিতে আসা ঈদগাঁওমুখী চাঁন্দের গাড়ি (জিপ) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সবাই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার (নাছির উদ্দীন) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চমেকে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান।
তিনি আরো বলেন, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা