১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট : হাইওয়ে পুলিশ

- ছবি : প্রতীকী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে ঘরমুখো মানুষের চাপে বেড়েছে।

বৃহস্পতিবার শেষ কর্মদিবস শেষে ঘরমুখো মানুষরা গন্তব্যে পৌঁছার তাগিদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের কুমিল্লা অংশ দিয়ে যানবাহনের চাপ অন্য সময়ের চেয়ে অনেকে বেশি।

যাত্রীবাহী বাস ছাড়াও ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কাভার্ডভ্যান, পশুবাহী যানবাহনের সংখ্যা বাড়ায় মহাসড়কে বাড়তি চাপ সহ্য করতে হচ্ছে চলাচলকারীদের।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে। যার ফলে শেষ রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ আরো বেড়েছে।

হাইওয়ে পুলিশ আরো জানায়, ৪ লেনের এ মহাসড়কে উভয়মুখী যানবাহনের চাপ রয়েছে। তবে যানবাহনের চাপ থাকলেও কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে কোথাও যানজট নেই। এ চাপ আগামী দিনও থাকতে পারে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement