চকরিয়ায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ২৩:১৩
কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে সিএনজি ও অটোরিকশা আটকিয়ে লালব্রিজ এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইদমনি এলাকার নুরুল আলমের ছেলে আরাফাত হোসেন বাপ্পি (২০), একই এলাকার শরীফ উদ্দিনের ছেলে বদিউল আলম (২০), নুরুল কবিরের ছেলে কামরুল হাসান (১৮) ও ওবায়দুল হকের ছেলে আবদুল বাছেত (২১)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী নিশ্চিত করে জানান, বদরখালী সড়কের লালব্রিজ এলাকায় একদল অস্ত্রদারী ছিনতাইকারী ছোট যানবাহন আটকিয়ে ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি বন্দুক, তাজা কার্তুজ, কিরিচ, ছুরি ও রামদাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাইকৃত নয়টি মোবাইলে সেট ও নগদ ১১ শ’ টাকা উদ্ধার করেছে।
জানা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা