১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আর্থিক অভাবের অপমান সইতে না পেরে স্ত্রীকে হত্যা করল স্বামী

আর্থিক অভাবের অপমান সইতে না পেরে স্ত্রীকে হত্যা করল স্বামী - ছবি : নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে আর্থিক অভাব অনটনের কারণে পারিবারিক কলহের জের ধরে ভাড়া বাসায় নিজ স্ত্রী সীন মিয়া ইসলাম খুশবোকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর থানায় পুলিশের কাছে আত্মসমর্পন করেছে আলি আক্কাস রনি (২৭) নামে এক দিনমুজুর স্বামী।

বুধবার (১২ জুন) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর গনেশের শেখ পাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সীন মিয়া ইসলাম খুশবো ঢাকার মুগদা থানাধীন শাহিন মিয়ার মেয়ে। তার স্বামী আলী আক্কাস রনি (২৬) ভোলা জেলার দৌলতখান থানাধীন মধ্যম জয়নগর এলাকার মো: রতন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা। গত এক বছর ধরে তারা সোনাগাজীতে বসবাস করছেন।

পুলিশ স্বামীকে তার কথা মতো সাথে নিয়ে স্ত্রীর লাশ উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বিপ রায় বলেন, সকালে রনি থানায় হাজির হয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে তার স্ত্রীকে হত্যার কথা জানায়। ওই কনস্টেবল সাথে সাথে বিষয়টি অবহিত করলে আমি নিজেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আর্থিক অভাব অনটনের কারণে পারিবারিক কলহে, তর্কাতর্কির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। পরে তাকে সাথে নিয়ে ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা ও অন্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে ফোন করে হত্যাকাণ্ডের বিষয় অবহিত করা হয়েছে। তারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আলী আক্কাস রনি দাবি করেছেন, প্রেম করে বিয়ে পর গত তিন মাস আগে স্ত্রীকে নিয়ে সোনাগাজীতে এসে ভাড়া বাসায় উঠেন। তিনি শহরে ভ্যান গাড়িতে করে জুতা বিক্রি করে সংসার চালান। কিন্তু যে টাকা দৈনিক রোজগার হয় তা দিয়ে সংসার চলেনা। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত জগড়া বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে স্বামী আক্কাস আলী অতিষ্ঠ হয়ে ক্ষোভের মাথায় স্ত্রী খুশবুকে ঘুমের মধ্যে বটি দিয়ে জবাই করে হত্যা করে ফেলেন। হত্যার পর আক্কাস আলী খুনের নেশা সইতে না পেরে সাথে সাথে সোনাগাজী মডেল থানায় গিয়ে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পন করেন।

প্রতিবেশী আলা উদ্দিন জানান, তারা এখানে আসার কিছু দিন পর থেকে প্রতি দিন রাতে ঝগড়ার আওয়াজ শুনা যেত। একপর্যায়ে আজ এ ঘটনা ঘটল।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বিপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনমজুর পরিবারে আর্থিক অভাব অনটনের কারণে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্বামী থানায় আটক রয়েছে।


আরো সংবাদ



premium cement