১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাঙ্গলকোটে ডাকাতদলের পিস্তল ঠেকিয়ে ১০ গরু লুট

নাঙ্গলকোটে ডাকাতদলের পিস্তল ঠেকিয়ে ১০ গরু লুট - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে একটি গরু খামারে সংঘবদ্ধ মুখোশপরা ডাকাতদল তিন পাহারাদারকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ১০টি গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে এ ঘটনায় থানায় একট লিখিত অভিযোগ করেন খামারের মালিক আনোয়ার হোসেন। এর আগে রোববার গভীর রাতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির পুজকরা গ্রামের মায়ের দোয়া ইট ভাটার ভেতরের গরুর খামারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে খামারের দায়িত্বে থাকা ফরিদুল ইসলাম ও রুহুল আমিন গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যান। হঠাৎ ওইদিন রাত ২টার দিকে ১০-১৫ জনের মুখোশ পরা ডাকাত দল পিস্তল, চুরি ও হকিস্টিক নিয়ে ইট ভাটায় প্রবেশ করে পাহারাদার নুরে আলমকে বেঁধে ফেলেন। পরে ডাকাতদল খামারের দায়িত্ব থাকা দুই প্রহরীকে ঘুম থেকে ডেকে তুলে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে তাদের হাত পা বেঁধে মুখে কোস্ট টেপ মেরে দেয়। একপর্যায়ে ডাকাতদল খামার থেকে একে একে ১০টি গরু পিকআপভ্যানে তুলে নিয়ে যায়। সোমবার ভোর রাতের দিকে স্থানীয় কামাল ড্রাইভার খামারের পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের এ অবস্থা দেখে খামার মালিক আনোয়ার হোসেনকে ফোন করেন। তিনি দ্রুত খামারে এসে তাদের শরীরের বাঁধন খুলে দেন।

পিস্তল ঠেকিয়ে জিম্মি করে গরু লুটের ঘটনায় পুরো উপজেলার ছোট বড় প্রায় দুই হাজার খামারির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোরবানির ঈদকে ঘিরে সম্প্রতি নাঙ্গলকোটে প্রায় রাতে গরু চুরির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানান খামারিরা।

আদ্রা দক্ষিণ ইউপির চেয়ারম্যান ও ইট ভাটার মালিক আবু ইউছুফ কোম্পানি বলেন, দীর্ঘদিন ধরে ইট ভাটার ভেতরে খামার করে গরু ব্যবসা করে আসছেন তার ভাই আনোয়ার। রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ কোরবানির ঈদকে ঘিরে নাঙ্গলকোটে গরু চুরি বেড়ে গেছে। তাই তিনি রাতে টহল পুলিশের দায়িত্ব বাড়ানোসহ গরুগুলো উদ্ধারের দাবি জানান।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন। এ খামারটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় গরু লুট করে দুর্বৃত্তরা সহজে পালিয়ে গেছে। গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement