১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেলওয়ে লাইনের ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুর পৌনে ৩টায় হাশিমপুর খানহাটের অদূরে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক এস এম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক এস এম শহিদুল ইসলাম বলেন, মৃত বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


আরো সংবাদ



premium cement