দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মিরসরাই প্রবাসী নিহত
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ১০ জুন ২০২৪, ১২:৫৬
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের বাসিন্দা প্রবাসী মো: নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। রোববার (৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নজরুল মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী মিরসরাইয়ের বাসিন্দা এমদাদ হোসেন জানান, রোববার বিকেলে কোম্পানী মালামাল আনলোড করে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের লোথার এলাকায় নজরুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, নজরুল প্রায় ৯ বছরর যাবত দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এখন তার লাশ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। আগামী ৩-৪ দিন পর লাশ দেশে পাঠানো হবে। নজরুলের দুটি সন্তান রয়েছে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে বিদেশ গিয়ে কফিন হয়ে ফিরতে হচ্ছে। লাশ দেশে আনতে এখান থেকে কোনো ডুকুমেন্টস প্রয়োজন হলে আমি সহযোগিতা করবো বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা