০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সমর্থকের লাশ উদ্ধার

- প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ইউপিডিএফ সমর্থকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুন) সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, শনিবার রাত ৯টার দিকে ৩/৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী পানছড়ির দুর্গম দুদুকছড়ার হাতিমারা নামক এলাকায় বরুণ বিকাশ চাকমার নিজ বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।

তিনি নিহত ব্যক্তিকে নিজেদের দলের সমর্থক দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিউল আজম জানান, ঘটনাস্থল খুবই দুর্গম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


আরো সংবাদ



premium cement