বাঁশখালীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৮ জুন ২০২৪, ১৮:০৭
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কিস্তির টাকা পরিশোধ করে ফেরার পথে বাড়ির পাশে বজ্রপাতে পারভিন আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আহত হয়েছেন তিনজন।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের আলি চান বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত পারভিন আক্তার ৮ নম্বর ওয়ার্ডের আলী আকবরের স্ত্রী, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ সময় তার কোলে থাকা মেয়ে শিশু ও আরেক ছোট ছেলে (নাম জানা যায়নি) ও পার্শ্ববর্তী জান্নাতুলসহ (১৪) তিনজন গুরুতর আহত হয়েছে। জান্নাতের বাবার নাম মোহাম্মদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী হোসেন।
গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আসরের পর ওই নারীর লাশ জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যোগাযোগ করা হলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।