১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
দেশীয় খাবারে নাহার এগ্রো ফার্মে পশু মোটাতাজাকরণ

এক ছাদের নিচে পছন্দের গরু, মহিষ, ছাগল ও ভেড়া

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘নাহার এগ্রো ফার্ম’। এখানে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে পছন্দের গরু, মহিষ, ছাগল ও ভেড়া। উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইলের পশ্চিম পাশে দুর্গাপুর বড় পাথর গ্রামে এ ফার্ম অবস্থিত। প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে পালন করা পশু কিনতে দূর-দূরান্তের মানুষ সেখানে ভিড় জমায়।

জানা যায়, উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদারিত্বের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১৮ সালের প্রথম দিকে ২০ গরু পালনের মাধ্যমে ‘নাহার এগ্রো ফার্ম’ গড়ে তোলেন দুর্গাপুর গ্রামের মো: ইয়াকুব চৌধুরীর ছেলে মো: আবুল কালাম চৌধুরী। বর্তমানে তার খামারে ১৫০টি গরু, ১৩টি মহিষ ও ৩০টি ছাগল-ভেড়া রয়েছে। প্রতিদিন খামারে অন্যান্য খাবারের পাশাপাশি পশুগুলোকে কাঁচা ঘাস, খড়কুটো ও ভুট্টা খাওয়ানো হয়। খামার পরিচালনায় পাঁচজন শ্রমিক রয়েছে। এছাড়া নিয়মিত দেখাশুনা করেন মো: আবুল কালাম চৌধুরী।

স্থানীয়রা জানায়, আবুল কালাম চৌধুরী গরুর খামারে গরু মোটাতাজা করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন চাকরিজীবী হয়েও নিজের খামারে শ্রম দিয়ে যাচ্ছেন। তার এ সফলতা দেখে এলাকার অনেকেই গরু পালন করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন।

খামারে কর্মরত শ্রমিকরা জানায়, ‘আমাদের খামারের গরুর খাবারের জন্য দেশীয় কাঁচা ঘাস, ভুট্টা, খৈল, ভুসি ও খড়কুটো ছাড়াও অন্যান্য সব খাবার ভেজালমুক্ত অবস্থায় নিজ হাতে তৈরি করি। এলাকাতে আমাদের খামারের গরুর আলাদা কদর রয়েছে। প্রতি বছরের মতো এ বছরও সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার খাইয়ে গরু মোটাতাজা করেছি। ঈদুল আযহায় কোরবানির জন্য গরু ক্রেতারা প্রতিদিনই আসছে।’

সরেজমিনে পরিদর্শনকালে আবুল কালাম চৌধুরী বলেন, ‘কয়েক বছর আগে কোরবানির জন্য গরু কিনতে গিয়ে আমি নিজেই উদ্যোগী হয়ে খামার প্রতিষ্ঠা করি। এতে একদিকে আমার কোরবানির গরু কিনতে হচ্ছে না। অন্যদিকে, নিজের তদারকিতে গরু লালন পালন করার তৃপ্তিই অন্যরকম।’

তিনি আরো বলেন, ‘সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে বড় প্রজেক্ট নিয়ে আরো ব্যাপক আকারে খামার গড়ে তুলে সফলভাবে ব্যবসা করতে পারবো।’


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল