চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুন ২০২৪, ২৩:৪৭
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে থানার হক্কানী পেট্রোল পাম্পের পাশে ছোট ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২) ও একই এলাকার জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮)।
দুজনের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, হতাহত দুজনেই একই এলাকার বাসিন্দা ছিলেন। চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী শারমিন আক্তারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মেহেদী। মোটরসাইকেলটি শারমিন আক্তারের। ধারণা করা হচ্ছে, শারমিন আক্তারই গাড়িটি চালাচ্ছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা