১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌদ্দগ্রামে ২ প্রবাসীর দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে ২ প্রবাসীর দাফন সম্পন্ন - নয়া দিগন্ত

স্ট্রোকজনিত কারণে মৃত্যু হওয়া দুই দুবাই প্রবাসীর লাশ কুমিল্লার চৌদ্দগ্রামের দাফন্ন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার তাদের নিজ নিজ বাড়িতে দাফন করা হয়।

প্রবাসীরা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের কামরুল ইসলাম পাটোয়ারী ও ঘোলপাশা ইউনিয়নের উজানমুড়ি গ্রামের জাকির হোসেন কাকন।

জানা গেছে, দুবাইয়ের সারজাহ প্রবাসী জাকির হোসেন কাকন কিছু দিন আগে পায়ে ব্যথা পান। বুধবার চিকিৎসার উদ্দেশে তিনি বাংলাদেশে ফেরেন। ঢাকা বিমানবন্দরে পৌঁছলে তিনি স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, গত ২৪ মে দুবাইয়ের আল আইনের স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় ব্যবসায়ী কামরুল ইসলাম পাটোয়ারীর। বুধবার সন্ধ্যায় আল আইনে প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ দেশে আনা হয়। বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

স্থানীয় ‘চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান বলেন, ‘নিহত দুই প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পরিবারের খরচ বহনে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement