১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল কেনার এক দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের এক যুবক (২২)।

বুধবার (৫ জুন) দুপুরে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার লিংকন মিয়ার ছেলে। পারিবারিকভাবে দুই ভাই ও এক বোনের মধ্যে আসিফ সবার বড়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছে আসিফ। দেশে আসার পর থেকেই মোটরসাইকেল কিনতে চাই আসিফ। তার বাবা-মা অজানা আতঙ্কে মোটরসাইকেল কিনতে তাকে বারণ করে। কিন্তু কোনো নিষেধ না শোনে মোটরসাইকেল কিনে দেয়ার একের পর এক বায়না ধরে আসিফ। একপর্যায়ে আসিফ মনোক্ষুদ্ধ হয়ে পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া করা থেকে বিরত থাকে বেশ কয়েকদিন। অস্বাভাবিক আচরনের পাশাপাশি বাড়ির বাইরে একাকি রাত্রি যাপন করে বেশ কয়েকদিন। পরিস্থিতি বিবেচনায় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে প্রায় এক মাস পর মঙ্গলবার (৪ জুন) আদরের বড় সন্তানকে মোটরসাইকেল কিনে দেন তার বাবা-মা।

মোটর সাইকেল কিনে দেয়ার এক দিন পর বুধবার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বাড়ি থেকে বের হয় আসিফ। দুপুরের দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আসিফ গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে সে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement
বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল

সকল