স্কুলে যাওয়ার পথে নিখোঁজ, সন্ধান মেলেনি ৬ দিনেও
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ০৫ জুন ২০২৪, ১০:২৭, আপডেট: ০৫ জুন ২০২৪, ১১:১৩
কক্সবাজারের উখিয়ায় স্কুলে যাওয়ার জন্য নানার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন অভিরিক্ত বড়ুয়া (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র। গত শনিবার সকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি।
নিখোঁজ অভিরিক্ত বড়ুয়া নাইক্ষ্যংছড়ি উত্তর ঘুমধুম এলাকার মধু বড়ুয়ার ছেলে এবং উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
অভিরিক্ত বড়ুয়ার মা বাপ্পি বড়ুয়া শিলা জানান, ‘আমার ছেলে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করে। প্রতিদিনের মতো গত শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য তার নানার বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পর ছেলে বাড়ি ফিরে না আসলে আমাকে খবর দেয়। আমি সাথে সাথে স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলি।’
শিক্ষকরা জানায়, ‘ওই দিন সে স্কুলের হাজিরায় অনুপস্থিত। এতে চিন্তিত হয়ে পড়ি আমরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। উখিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হোসেন বলেন, ‘নিখোঁজের বাবা মধু বড়ুয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত চলছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা