চৌদ্দগ্রামে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে ১৩ লাখ টাকা নিয়ে উধাও
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৪ জুন ২০২৪, ১৪:৫১
কুমিল্লার চৌদ্দগ্রামে সোনালী ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে মনসুর হায়দার ভুঁইয়া স্বপন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মো: মহিম উদ্দিন (৪৪) নামে এক প্রতারকের বিরুদ্ধে। টাকা ফেরত চাওয়ায় উল্টা ওই ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানি করছে।
মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মনসুর হায়দার ভুঁইয়া স্বপন।
মনসুর হায়দার ভুঁইয়া উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মরহুম ইউসুফ ভুঁইয়ার ছেলে।
অন্যদিকে, প্রতারক মহিম উদ্দিন উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মফিজুর রহমান সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনসুর হায়দার ভুঁইয়া স্বপন উল্লেখ করেন, তিনি পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। ব্যবসা মন্দা যাওয়ায় বিভিন্ন এনজিও সংস্থা ও ব্যাংকের নিকট ঋণ পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে পরিচয় হয় মহিম উদ্দিন নামের ওই প্রতারকের সাথে। তিনি নিজেকে সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। স্বপনকে এক কোটি টাকা ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতিও দেন। ব্যাংক ঋণের বিপরীতে খরচ বাবদ ১৫ লাখ টাকা দিতে হবে বলে জানান। এতে মনসুর হায়দার ভুঁইয়া স্বপন রাজি হন। কাগজপত্র তৈরির কথা বলে মহিম উদ্দিন ধাপে ধাপে বিভিন্ন মাধ্যমে ১২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়। ঋণের গ্যারান্টি সোনালী ব্যাংকের একটি চেক ও অলিখিত দু’টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এর কিছুদিন পরে মহিম উদ্দিন ব্যবসায়ী স্বপনের ইমোতে সোনালী ব্যাংকের একটি কাঠাছেড়া চেকে এক কোটি টাকা মঞ্জুর হয়েছে মর্মে লিখিত একটি চেক পাঠায় এবং বাকি আরো দুই লাখ টাকা চেয়ে বসে। চেকের বিষয়টি স্বপনের সন্দেহ হলে মোবাইল ফোনে মহিম উদ্দিনকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে ব্যবসায়ীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর মহিম উদ্দিনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি প্রতারণার শিকার হচ্ছেন বিষয়টি বুঝতে পেরে সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মহিম উদ্দিন নামে কোনো ব্যক্তি এ শাখায় নেই এবং কোটি টাকার কোনো ঋণও অনুমোদন হয়নি। এরপর থেকে মহিম উদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। উল্টা তার বিরুদ্ধে চেক ডিজঅনার ও খালি স্ট্যাম্পে টাকা পাওয়ার দাবি করে আদালতে মামলা করে হয়রানি করে আসছে।
ব্যবসায়ী আরো বলেন, প্রতারক মহিম উদ্দিনকে ধরতে আইন প্রয়োগকারী একাধিক সংস্থার কাছে যান এবং তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মনসুর হায়দার ভুঁইয়া স্বপনের চাচা আবুল খায়ের ভুঁইয়া, স্ত্রী তাসলিমা বেগম, বোন নাজনিন আক্তার, প্রতিবেশি আজিম উদ্দিন ভুঁইয়া, মো: ফরিদ উদ্দিন ও আবদুল কাইয়ুম ভুঁইয়া।
এ বিষয়ে সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মো: জহুর আহমেদ বলেন, ‘মহিম উদ্দিন নামে আমাদের শাখায় কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই। বিগত পাঁচ বছরে এ শাখা থেকে একসাথে এক কোটি টাকার কোনো ঋণ অনুমোদন হয়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা