কক্সবাজারে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ভেসে গেল ছোট ভাই
- কক্সবাজার অফিস
- ০১ জুন ২০২৪, ২২:২০
কক্সবাজারে সাগরে মাছ ধরার সময় বড় ভাইকে বাঁচাতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে ছোট ভাই নিহত হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলে কক্সবাজার শহরতলীর নাজিরার টেক শুঁটকি পল্লী-সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত সিফাত (১০) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক এলাকার আবদু শুকুরের ছেলে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা আব্দুস শুকুর জানান, ছোট একটি জাল নিয়ে রিফাত-সিফাত দুই ভাই খেলার ছলে সাগরে মাছ ধরতে যায়। সেখানে রিফাত (বড় ছেলে) সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যেতে থাকে। তখন তাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলে সিফাত আলম (১০) ঝাঁপিয়ে পড়লে ঢেউয়ের তোড়ে জালসহ কিছুদুর ভেসে যায়। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।