নবীনগরে দারসুল কুরআন বৈঠক থেকে জামায়াতের ৭ নেতাকর্মী আটক
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ৩১ মে ২০২৪, ২০:২০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দারসুল কুরআন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১মে) বেলা ১১টার দিকে উপজেলার কাইতলা ইউনিয়নের নারুই গ্রামের রশিদের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মরহুম ইসমাইলের ছেলে আব্দুর রশিদ (৬৫), কড়ইবাড়ী গ্রামের মরহুম খোরশেদ মিয়ার ছেলে বাদল মিয়া (৪৮) ও শ্রীঘর গ্রামের মজিবরের ছেলে শাহিন ইসলাম (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হালদারপাড় এলাকার মরহুম খোরশেদুজ্জামানের ছেলে ডা. আবু হানিফ (৬৫) ও শিমরাইকান্দি এলাকার মরহুম আইয়ুব আলীর ছেলে সাহেদ আলম (২১), বাঞ্চারামপুর উপজেলার রূপশদী গ্রামের মরহুম ইউনুস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৫৩) এবং আশুগঞ্জ থানার চর চারতলা গ্রামের মরহুম ইসমাইল মিয়ার ছেলে মামুন মিয়া (৩৭)।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ‘নারুই গ্রামের রশিদ মিয়ার বাড়িতে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন বানচাল করার লক্ষে জামায়াতের গোপন বৈঠক চলছিল। বৈঠকে ৫০ জনের অধিক জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিল। সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সূত্র দাবি করছে এটি নিয়মিত দারসুল কুরআনের ক্লাশ ছিল। যেখানে জামায়াতের লোক ছাড়াও কিছু ইসলামপ্রিয় মানুষ কোরআনের দারস শুনছিল। সরকারের নির্বাচন বানচালের সাথে কোরআন ক্লাশের কোনো সম্পর্ক নেই। পুলিশ কোরআনের ক্লাশ থেকে বিনাকারণে সাত জনকে আটক করে থানায় নিয়ে গেছে। তাদের অনেকেই বিভিন্ন পেশাজীবী সম্মানী মানুষ। সংশ্লিষ্টদের পক্ষ থেকে পুলিশের কাছে পরিষ্কার বিষয়টি পরিষ্কার করার চেষ্টা চলছে।