নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে ভাস্কর্য স্থাপন
- আফফান উসামা
- ৩১ মে ২০২৪, ১৭:১৮
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে ভাস্কর্য স্থাপন করেছে যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। এসএইচবিওর পাশাপাশি একযোগে ‘রিনিয়েবল উইক অফ অ্যাকশন’ পালন করছে বিভিন্ন যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
নবায়নযোগ্য শক্তিকে প্রচার করার উদ্দেশ্যে নোয়াখালীর মাইজদী সার্কিট হাউজ মোড়ে উইন্ড টার্বাইনের ভাস্কর্য স্থাপন করেন এসএইচবিও’র সদস্যরা।
চেঞ্জ ইনিশিয়েটিভ’র সহযোগিতায় এসএইচবিও’র সদস্যগণ নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে সচেতনতা ও আহ্বান জানিয়ে এই ভাস্কর্য স্থাপন করেছেন।
ভাস্কর্য স্থাপনের ব্যাপারে এসএইচবিও’র আইটি সম্পাদক সোহানুর রহমান সোহান বলেন, এই ভাস্কর্য এবং এর সাথে স্থাপিত বার্তাগুলো শিক্ষার্থী, পথচারী, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতনতায় দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করতে সক্ষম হবে। অন্ততপক্ষে তাদের মধ্যে এই বিষয়ে জানার আগ্রহ তৈরি হলেই আমাদের এই কর্ম সফল হবে।
তরুণ জলবায়ু কর্মী ও এসএইচবিও’র প্রতিষ্ঠাতা ফাহিদা সুলতানা জানান, বর্তমান প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর নিশ্চিত করতে না পারলে পৃথিবী আরো বেশি অনিরাপদ হয়ে উঠবে। টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা অপরিহার্য। সরকার, বেসরকারি খাত এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সবুজ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার আমাদেরকে চরম হুমকির দিকে ঠেলে দিচ্ছে। দেশের তরুণ জলবায়ু কর্মীরা একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে যেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগ বৃদ্ধি পায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা