১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৫

নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৫ - প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছে পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে আব্দুল মান্নান (৪০), শাহ আলমের ছেলে মামুনুর রশিদ মান্না (২৬), মো: হানিফের ছেলে রাকিব (২২), আবুল কালামের ছেলে মো: কবির (২২) ও একই গ্রামের রফিক উল্যার ছেলে মো: জামাল (৫৫)।

আহতদের স্বজনদের অভিযোগ জানায়, কেন্দ্রের সামনে প্রার্থীদের পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় পুলিশ এসে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ভোট গণনার সময় এক দল উত্তেজিত হয়ে কেন্দ্রে প্রবেশ করে ভাঙচুর ও ব্যালটবাক্স লুটের চেষ্টা করলে প্রিজাইডিং অফিসারে নির্দেশে পুলিশ গুলি ও লাঠিপেটা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশের গুলিতে দু’জন সামান্য আহত হয়। যারা ভোট কেন্দ্রে আক্রমণ করেছে প্রিজাইডিং অফিসার তাদের বিরুদ্ধে মামলা করবেন।


আরো সংবাদ



premium cement