বোয়ালখালীতে চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ জাহেদুল
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ০০:০৭
তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এবার (বেসরকারিভাবে) বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ জাহেদুল হক (হেলিকপ্টার)।
তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন ৩০ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মাদ শফিক ভোট পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট।
সকাল থেকে বিকেল পর্যন্ত এ উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এ উপজেলাতেও ভোটারের খরা দেখা দিয়েছে।
এ উপজেলা নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা হল দুই লাখ ১০ হাজার ৩৬০ ভোট। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলাকালে প্রতিটি ভোট সেন্টারে ভোটারের উপস্থিতি কম থাকলেও দু-একটি ভোটকেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্য কোনো ধরনের বড় ঘটনা ঘটেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা