১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচিত যারা

মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচিত যারা - ছবি : নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে খাগড়াছড়ির মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলার স্থগিত হওয়া দুটি কেন্দ্রের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন) সমর্থিত বিমল কান্তি চাকমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে তিনি ১০ হাজার ১৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংজরী চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৮৫২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: জসিম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে সুইনুচিং চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে লক্ক্ষ্ণীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৯ মে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার অনীক চৌধুরী।

স্থগিত কেন্দ্রের ফলাফলসহ লক্ক্ষ্ণীছড়ি উপজেলায় ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা (কৈ মাছ) প্রতীক নিয়ে আট হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের সাথোয়াই অং মারমা (আনারস) প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৮৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা (টিউবওয়েল) নিয়ে আট হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজেন্দ্র চাকমা (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩২১ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে আয়ক্রই মারমা (ফুটবল) প্রতীক নিয়ে আট হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মিনুচিং মারমা (পদ্মফুল) প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৯৮২ ভোট।

উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপে লক্ক্ষ্ণীছড়ি উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ ও ইউপিডিএফ’র সমর্থকরা পাল্টা-পাল্টি কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় যতীন্দ্র কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।


আরো সংবাদ



premium cement