১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় মাদরাসাছাত্র নিহত -

দ্বীপ উপজেলা হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ আল আমিন (৬ ) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জাহাজমারা মোক্তারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আবদুল্লাহ আল-আমিন জাহাজমারা মারকাজুল উলুম ওয়াদ্যাওয়া কাউমি মাদরাসার ছাত্র। সে স্থানীয় জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মেম্বার বাড়ির মো: ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদরাসা থেকে পানি পান করতে বাইরে যাচ্ছিল ছাত্র আব্দুল্লাহ আল আমিন। এ সময় হঠাৎ একটি বাট্যারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আল আমিনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় আল-আমিনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহম্মেদ জানান, দুর্ঘটনার খবরটি শুনেছি, নিহত আল-আমিনের বাবা তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদরে পাঠানো হবে। আবেদনের পরিপেক্ষিতে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement