১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় ২ দিন ধরে বিদ্যুৎ নেই, হাজার হাজার গ্রাহকের দূর্ভোগ

চকরিয়ায় ২ দিন ধরে বিদ্যুৎ নেই, হাজার হাজার গ্রাহকের দূর্ভোগ - ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া আবাসিক প্রকৌশলীকে গ্রাহকরা খোজে পাচ্ছে না। এলাকায় গ্রাহকদেরকে কোনোরূপ অবগতি ছাড়াই দুদিন ধরে বিদ্যুৎ নেই। যার ফলে হাজার হাজার গ্রাহক ক্ষিপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুর পর্যন্ত বিদ্যুৎ চালু করা হয়নি। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা।

চকরিয়া ঘূর্ণিঝড়ের মহা বিপদ সঙ্কেত দেয়ার অনেক আগ থেকে অর্থাৎ রোববার ভোর ৪টা থেকে বিদ্যুৎ চলে যায়। মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করার কোনো খবর নেই। অথচ পার্শ্ববর্তি উপজেলাগুলোতে ঘূর্ণিঝড় যাওয়ার পরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

এ উপজেলায় গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকার জনসাধারণ দারুণ দূর্ভোগে পড়েছে। যার ফলে হাসপাতালের রোগীদের বিভিন্ন টেস্ট, ফ্রিজের খাবার নষ্টসহ মসজিদে পানির অভাবে নামাজ আদায় করতে হিমশিম খেতে হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী আবাসিক বিদ্যুৎ প্রকৌশলিকে খোঁজেও পাচ্ছে বলে জানান। যার ফলে হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক ক্ষিপ্ত হয়ে উঠেছে।

কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলের ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যুৎ না থাকায় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলে মনে করছেন গ্রাহকরা।

গ্রাহকদের অভিযোগে জানা যায়, চকরিয়া বিদ্যুৎ অফিসের এ আবাসিক প্রকৌশলী যোগদানের পর থেকে দায়িত্বহীনতার কারণে এলাকার গ্রাহকরা দুর্ভোগে শিকার হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি নামাজি, ব্যবসায়ীদের বেশি ক্ষতি হচ্ছে বলে জানান।

গ্রাহকরা আরো বলেন, রাতে ঘুমানোর সময় ও সন্ধ্যায় যখন ব্যাবসায়ীরা বেচাকেনার চাপ তখনই বিদ্যুতের লোডশেডিং শুরু করে ঘণ্টার পর ঘণ্টা খবর থাকে না। এতে শিক্ষার্থী, ব্যবাসয়ী ও নামাজীদের চরম দুর্ভোগে শিকার হতে হয় বলে তারা মনে করেন।

চকরিয়া আবাসিক প্রকৌশলীর সাথে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করতে ছাইলে, তিনি মোবাইল রিসিব না করে অফিস সহকারীকে দরিয়ে দেন এবং বলেন, স্যার ব্যস্ত আছেন।


আরো সংবাদ



premium cement
ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন! দামেস্কে কবে দূতাবাস খোলা হবে জানালো তুরস্ক

সকল