ঘূর্ণিঝড় রেমাল : রুমা ও থানচিতে যান চলাচল বন্ধ
- বান্দরবান প্রতিনিধি
- ২৮ মে ২০২৪, ১৪:৫৭
প্রবল বর্ষণের কারণে বান্দরবানের চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় একটি লোহার বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সময় ব্রিজটি দেবে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।
দু’টি উপজেলায় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের পড়েছে যাত্রীরা।
সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোশলেউদ্দিন বলেন, খুব শিগগিরিই বেইলি ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বান্দরবানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণের কারণে বৃদ্ধি পেয়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। বিভিন্ন জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা