১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঘূর্ণিঝড় রেমাল :

কক্সবাজারে সাগর এখনো উত্তাল জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের ১৫ গ্রাম

- ছবি : প্রতীকী

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে সাগর এখনো উত্তাল রয়েছে। ফলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া সদর উপজেলার সমিতি পাড়া সেন্টমার্টিন দ্বীপসহ জেলার উপকূল ও নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

সোমবার স্থানীয় আবহাওয়া অফিস ২৪ ঘণ্টায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

গতকাল (রোববার) রাত ১২টার পর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কক্সবাজারের ওপর দিয়ে দমকা ও টানা ঝড়ো হওয়া বয়ে গেছে। সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া মানুষজন সকালে নিজ বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। মহেশখালী উপজেলার সিকদার পাড়া এলাকায় জোয়ারের তোড়ে একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে সাগরের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement