ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সোনাগাজীতে প্রশাসনের প্রস্তুতি
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ২৬ মে ২০২৪, ১১:১১, আপডেট: ২৬ মে ২০২৪, ১১:৫১
বড় ফেনী ও ছোট ফেনী নদী বেষ্টিত উপকূলীয় উপজেলা ফেনীর সোনাগাজীতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি ও প্রচারণা চলছে।
ঝুঁকিপূর্ণ উপকূলীয় চারটি, চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী, আমিরাবাদ ইউনিয়নে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান নয়া দিগন্তকে জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা সোনাগাজীতে আমরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলায় ৪৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে উপকূলীয় ৩৩টি সাইক্লোন শেল্টারে ইতোমধ্যে স্বেচ্ছাসেবী মোতায়ন করা হয়েছে।’
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ অফিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখাসহ স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে প্রায় ৫০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড়) মজুদ রাখা হয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবী ও জনপ্রতিনিধিদের মাধ্যেমে টিম গঠন করে স্থানীয় এলাকায় জনগনকে সচেতন ও সর্তক থাকতে কন্ট্রোল রুম (০১৭৬৬৫৯৮২৫৯) খোলার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা জোরদার করা হয়েছে।’
সোনাগাজী উপকূলীয় চরছান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানান, ‘উপকূলীয় এলাকাগুলোতে বাতাসের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় জনগনকে নিরাপদে রাখতে সতর্ক থাকতে বলা হচ্ছে।’
জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি রাখতে জনগনকে জানানো হচ্ছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা