১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হৃদরোগে ফেনী পৌর কাউন্সিলরের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা ও ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম দিদার (৬৫) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দুপুরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে তিনি (দিদার) ১৪ নম্বর ওয়ার্ডের ফজল করিম ড্রাইভার বাড়িতে একটি সালিসি বৈঠকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে দ্রুত ফেনী ডায়াবেটিক হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা: মনিরুল হকের সাথে সাক্ষাত করেন। ইসিজি পরীক্ষা শেষে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে ১২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিকে, আ:লীগ নেতা নুরুল আলম দিদারের মৃত্যুর খবর পেয়ে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ জনপ্রতিনিধিরা হাসপাতালে ছুটে যান।

হাসপাতালের পরিচালক বি.জে, (অব.) খান মোহাম্মদ আসাদুল্লাহিল গালিব জানান, বুকে ব্যথা নিয়ে তিনি ১১টার দিকে হাসপাতালে আসেন। পরে সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হয়। সেখানে ১২টা ৫ মিনিটের দিকে তিনি মারা যান।

ফেনী পৌরসভার মেয়র জানান, ‘ আজ (শনিবার) বাদ মাগরিব পশ্চিম মধুপুর এলাকার মালেক মিয়ার বাজারের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে আলী আহম্মদ পন্ডিত বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল