১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর - নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন রোহিঙ্গাদের সহযোগিতায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক ঘর এবং বেশ কয়েকটি দোকান।

শুক্রবার (২৪ মে) ঘটনার সোয়া এক ঘণ্টা পর বেলা ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন।

তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি।

সামছু-দৌজা জানান, তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুন লাগে। এরপর মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে প্রথমে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক ঘর এবং বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান সামছু-দৌজা।


আরো সংবাদ



premium cement