১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র ২ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র ২ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

 

বান্দরবানের সন্ত্রাসী-বিরোধী যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র দুই সদস্য নিহত হয়েছেনে। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র।

বৃহস্পতিবার সকালে চিম্বুক পাহাড়ের শ্যারনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী।

নিহতরা হলেন- লাল নু বম (২২) ও থাং পুই বম (১৬)। এদের বাড়ি শ্যারন পাড়ায়।
বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান কাজেমী ওই এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কথা স্বীকার করেছেন।

এদিকে এ ঘটনা নিয়ে এখনো কেএনএফ’র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

স্থানীয়রা জানিয়েছে, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফ’র অবস্থানের কথা টের পেয়ে চিম্বুক পাহাড়ের ফারুক পাড়ার কাছে শ্যারন পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে সংঘর্ষে কেএনএফ’র সাথে সংশ্লিষ্ট দুই সদস্য নিহত হন। সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত দুই ও তিন এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত ৮ কেএনএফ সদস্য নিহত হয়েছেন ও ৮৪ জনকে আটক করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
আখাউড়ায় তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ চট্টগ্রামে নগর যুবলীগ নেতাকে আটকিয়ে পুলিশে দিলো জনতা চীনা এমপক্স টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন শিশু অধিকার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্যে ইউজিসির তাগিদ সিদ্ধিরগঞ্জে জিএম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হত্যাকারীদের রক্ষা করতেই বুদ্ধিজীবী হত্যার তদন্ত হয়নি : বিআরজেএ ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে ভাঙচুর ফুটপাতে নবজাতকের লাশ, টানাহ্যাঁচড়া করছিল কুকুর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান : আসিফ নজরুল জর্দানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬

সকল