চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টা ইউপি সদস্যের
- রাঙ্গমাটি প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ১৫:২৮
রাঙ্গামাটি বিলাইছড়ির ৪ নম্বর বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমাকে গুলি করে হত্যা চেষ্টা করেছেন একই ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা।
মঙ্গলবার (২১) রাত সাড়ে ১১টায় বড়থলী পাড়ায় এ ঘটনা ঘটে। ওই সময় তিনি বড়থলী মারমা পাড়ার একটি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন।
জানা গেছে, ঘটনার সময় চেয়ারম্যান বড়থলীপাড়ার একটি বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে উদ্ধার করে বুধবার (২১ মে) সকাল ৬টায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত চেয়ারম্যান আতুমং মারমা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা আমাকে গুলি করেছে। তবে কোনো কারণে এবং কেন গুলি করেছিল তা জানি না।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল বলেন, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিলাইছড়ি সার্কেলের এএসপি মো: আবুল কাশেম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আতুমং মারমা চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে। তদন্তের পর এ ঘটনা সম্পর্কে জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা