ঈদগাঁওয়ে উপজেলা নির্বাচনে অনিয়ম, মহাসড়ক অবরোধ
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ২১ মে ২০২৪, ১৭:২৫
কক্সবাজারে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করেছেন আনারস প্রতীকের প্রার্থী ও সমর্থকরা।
মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুপুর নাগাদ অনিয়মের অভিযোগ তুলেন আনারস প্রতীকের প্রার্থী সেলিম আকবর।
নির্বাচনে টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব ও সমর্থকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেন তিনি। শুধু তাই নয়, ভোটকক্ষে টেলিফোন প্রতীকে নিজস্ব লোক দিয়ে ভোট কাস্ট করার অভিযোগ করেন তারা।
এ অনিয়ম বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তাদের কর্মী-সমর্থকদের নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাহ বাস স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে সেখানে অতিরিক্ত র্যাব পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। এ সময় বিক্ষোভকারীরা সরে যান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রন্জন চাকমা বলেন, পরিস্থিতি শান্ত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা