১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উখিয়ার কানা রাজার গুহায় কী থাকতে পারে

কানা রাজার গুহা - ছবি - নয়া দিগন্ত

মিয়ানমার থেকে একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাঝেমধ্যে পূজা-অর্চনা করতে আসতেন এখানে। সুড়ঙ্গের পাশের পাহাড়ে ছিল একটি মন্দির, সেখানে ভিক্ষু থাকতেন। কথাগুলো বলছিলেন কাউয়ারখোপের উখিয়ারঘোনার প্রবীণ বাসিন্দা শহীদ উল্লাহ।

যে স্থানটি নিয়ে কথা হচ্ছিল, সেটি উখিয়ার কানা রাজার সুড়ঙ্গ নামে পরিচিত। রামু উপজেলা থেকে পাঁচ কিলোমিটার পূর্বে কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনায় সুউচ্চ পাহাড়ের নিচে এ সুডঙ্গের অবস্থান।

স্থানীয় তরুণ রহমত উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে কানা রাজার সুড়ঙ্গের বিষয়ে জানি। আগে ভয়ে ওখানে কেউ যেত না। সবাই ওই গুহাকে আধাঁর মানিক নামে চেনে। রামু থেকে একদল লোক নিয়মিত আসা-যাওয়ার ফলে এখন স্থানীয়রাও আসা-যাওয়া করছে। সবার কাছে এখনো রহস্য কানা রাজার সুডঙ্গ বা আধাঁর মানিক। সবার প্রশ্ন ভেতরে কী থাকতে পারে?

ইতিহাস ঘাটলে জানা যায়, এক সময় টেকনাফ-উখিয়া এলাকাটি রাখাইন শাসনাধীন ছিল। এক রাখাইন রাজা (এক চোখ অন্ধ) নিজের আত্নরক্ষার্থে এখানে একটি গুহা নির্মাণ করেছিলেন বলে কথিত। গুহার মধ্যে ধনরত্ন আছে বলে স্থানীয়রা একে আধাঁর মানিক নামেও ডাকে। ১৯৬০ সালে প্রথম রাশিয়ান তেল-গ্যাস অনুসন্ধানী একটি দল গুহাটি আবিস্কার করে। ১৯৭৮ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার এক বিশেষজ্ঞ দল এ অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান চালিয়েছিল। তবে কোনো তেল-গ্যাস পাওয়া যায়নি। রামুর অনেকেই গুহায় প্রবেশের চেষ্টা করেছেন। কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভির সরোয়ার যাদের অন্যতম।

তিনি বলেন, আধাঁর মানিকের প্রবেশমুখ ত্রিভূজাকৃতির মাটি থেকে ২৫ ফুট উচু। আনুমানিক ৭০ ফুট গভীর পর্যন্ত অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে গুহাটিতে প্রবেশ করেছিলাম। ঘরের মতো বড় খালি জায়গা আছে ভেতরে। সেখান থেকে আরো পথ বের হয়েছে। ভেতরে একটি বাড়ির মতো বিশালাকৃতির জায়গা আছে।

তানভির সারওয়ার জানান, সরকারি প্রত্নতাত্বিক বিভাগে আধাঁর মানিক তালিকাভুক্ত হয়েছে। শিগগির গুহাটি খনন ও গবেষণার কাজ চালানো হবে। তাদের সাথে এ কাজে যোগ দেবেন ডেনমার্কের একদল গবেষক। এ কাজে উন্নত প্রযুক্তির স্ক্যানার ব্যবহার করা হবে।

স্থানীয় ইতিহাসবিদ শিরুপন বড়ুয়া বলেন, বর্তমানে যে কানা রাজার গুহা বা আধাঁর মানিকের সন্ধান পাওয়া গেছে, সে কানা রাজা হলো আরাকানের রাজা চিন পিয়ান। কিন্তু তার এক চোখ কানা ছিল এমন প্রমাণ পাওয়া যায়নি। ১৭৯৮ সালে চিন পিয়ান মিয়ানমারের বর্মিরাজ কর্তৃক পরাজিত হয়ে কয়েক হাজার অনুসারীসহ নাফ নদ পার হয়ে চট্টগ্রামের কক্সবাজার অঞ্চলে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করেন।

জি ই হারভের হিস্ট্রি অব বার্মা বইয়ের সূত্র অনুসারে, আরাকানের দেশপ্রেমিক রাজা চিন পিয়ান ১৮১৫ সালে আত্নগোপনে থাকা অবস্থায় অসুস্থতায় মারা যান। বলা হয়, তিনি এই আধাঁর মানিক বা গুহাতে আত্নগোপন করেছিলেন।

সম্প্রতি কানা রাজার সুড়ঙ্গে সরেজমিনে দেখা যায়, স্থানটি ঝোপঝাড়ে পরিপূর্ণ। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাহাড়টি বর্তমানে একজন দখল করে নিয়েছেন। সুড়ঙ্গটি রক্ষণাবেক্ষণে সরকারি কার্যক্রমের কথা থাকলেও এটি এখনো শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা

সকল