১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চন্দনাইশে উপজেলা পরিষদ নির্বাচন

প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন

চন্দনাইশ পৌর সদরে মানববন্ধনের একাংশ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রচারণার কাজে ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর ও নিবু কান্তি বড়ুয়া নামে এক কর্মী সমর্থককে মারধরের ঘটনা ঘটে।

রোববার (১৯ মে) বিকেলে ওই ঘটনার প্রতিবাদে চন্দনাইশ বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে চন্দনাইশ সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রকৃতি রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন অমর চৌধুরী, প্রসেনজিৎ বড়ুয়াসহ বৌদ্ধ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা হামলাও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে ১৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন আহমদের প্রচার কাজ শেষে ফেরার পথে সাতবাড়িয়া খানদিঘি স্কুলের পাশে প্রচারণার গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় জসিম উদ্দিন আহমেদের এক কর্মী নিব কান্তি বড়ুয়া নামে একজনকে মারধর করে। ওই ঘটনায় নিব কান্তি বড়ুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement