১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সদস্যসহ গ্রেফতার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সদস্যসহ গ্রেফতার - নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন পাহাড় থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ।

শনিবার (১৮ মে) রাতে ওই এলাকায় ক্যাম্প-২০-এর পাহাড়ে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দু’টি দেশীয় তৈরি এসএমজি সাদৃশ্য ওয়ান শুটার গান, দু’টি লম্বা কিরিচ, চারটি হ্যান্ডগ্রেনেড, ছয় রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড কার্তুজ, ১১টি গুলির খোশা, দু’টি কার্তুজের খোশা, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল ও দু’টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন রোহিঙ্গা ক্যাম্প ১৭-এইচ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের মরহুম ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), মরহুম আব্দুস সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) ও বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ হারুন (২২)।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল।

তিনি জানান, নাশকতার উদ্দেশে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ-হ্যান্ডগ্রেনেডসহ রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ চার ‘সন্ত্রাসী’ অবস্থান করছে- এমন গোপন সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম রাতে ক্যাম্প ২০-এর এস ১বি-৭ ব্লকে কাঁটাতার-সংলগ্ন পাহাড়ের পেয়ারা বাগানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement