দেবিদ্বারে বিরিয়ানির প্যাকেট আনতে গিয়ে ট্রাক্টরচাপায় শিশু নিহত
- দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ১৯:৫৫
কুমিল্লার দেবিদ্বারে বিরিয়ানীর প্যাকেট আনতে গিয়ে ট্রাক্টরচাপায় আফরোজা (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা পদ্মকোট গ্রামের রিকশাশ্রমিক আব্দুল আউয়ালের মেয়ে।
স্থানীয়রা জানান, পদ্মকোট গ্রামে একটি ঈদগাহ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা সভা হয়। সভা শেষে উপস্থিত গ্রামবাসীর মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। বিরিয়ানির নিতে আফরোজা সড়ক পারাপাড় হওয়ার সময় দ্রুতগামী ট্রাক্টরের চাকায় সে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া জানান, ট্রাক্টরচাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।