নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০২৪, ০৯:৫৫, আপডেট: ১৮ মে ২০২৪, ১০:০০
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের নিয়ে সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেছে। এতে শিশুসহ নিহত হয়েছে দু’জন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাটারফ্লাই মোড়ে প্রজাপতি পার্কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তবে বয়স আনুমানিক চার বছর। এছাড়া নিহত আরেকজনের নাম আসাদুজ্জামান সানি (১৯)। তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একই দুর্ঘটনায় আহত আরো চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ইমরান (৮), নুরুল আমিন (২১), তাসপিয়া (২০) ও নুসরাত (৩৫)।
জানা গেছে, দুর্ঘটনায় হতাহতরা বেশিভাগই একই পরিবারের। তারা পার্শ্ববর্তী নেভালে বেড়ানোর জন্য গিয়েছিলেন। ফুটপাতে হাঁটার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা।
কেইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার পর আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে শিশুটির লাশ স্থানীয়রা উদ্ধার করেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।