১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫ - নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ বাসটি খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। এতে আরো ১৫ জন আহত হয়েছে। হতাহতদের সকলেই ওই বাসের যাত্রী।

শুক্রবার (১৭ মে) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০)।

আহতদের বেশিভাগের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে। তাদের কয়েকজন হলেন ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), ফিরোজ (৪০), মোক্তার হোসেন (৪০), সিয়াম (৩২), রফিকুল ইসলাম (৩০) মনির (৩০) কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), সোহাগ (২৮)।

আহতদের চারজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীসহ বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।’


আরো সংবাদ



premium cement