কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ
- কুবি সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ২৩:০২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের স্বপ্নীল মুখার্জি নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে।
অভিযুক্ত স্বপ্নীল সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের কার্যনির্বাহী সংসদ ২০২৩-২৪ এর প্রচার সম্পাদক। তার বাসা যশোরের কেশবপুরে। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউট থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, স্বপ্নীল মুখার্জি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০ ফেব্রুয়ারি ছোটদের বর্ণমালা শেখার বইয়ের একটি পৃষ্ঠার ছবি পোস্ট করেন। তাতে একটি গিটারের ছবিসহ লিখা আছে গ-তে গান বাজনা ভালো নয়। ছবিটি নিয়ে ‘ছবি তো গিটারের, গান কিভাবে আসলো? ছবি কই আঁকছে। এটা তো রং করছে। আতশবাজি ফোটানোর সাথে রং তামাশার সম্পর্ক কি?’ লেখেন তিনি।
পরে ফেসবুক পোস্টে আসিফ আহমদ নামের এক ব্যক্তির মতামতের উত্তরে মহানবী সা. ও ইসলাম ধর্মীয় যুদ্ধ নিয়ে কটাক্ষ করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘হযরত যেখানে যেত সেখানেই যুদ্ধ করত। বদর না ফদর আরো কত কি নাম আছে। এলাকার মানুষগুলোকে একটা দিনও শান্তি দেয়নি।’ তিনি একই ব্যক্তিকে উদ্দেশ্য করে আরো মন্তব্য করেন, ‘এ জন্যই মুসলিমদের সাথে কথা বলি না কারণ তাদের ব্রেইন নাই। আফগানিস্তান নিয়ে কথা বলতে বলতে হিন্দুধর্মের দেবতা টেনে নিয়ে এসে বলে টপিকের মাঝে থাকতে।’
তার বিরুদ্ধে আগেও ইসলাম ধর্মকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট ও কমেন্ট করার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, প্রতিবার সে ক্ষমা চান। কিন্তু পরে আবারো ইসলাম ধর্মকে অবমাননা করা হয় এমন পোস্ট ও কমেন্ট করেন।
অবমাননার বিষয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘সে ফেসবুক পোস্ট ও কমেন্টে যা লিখেছে সেখানে সরাসরি মহানবী সা. ও ইসলাম ধর্মকে ব্যঙ্গ করা হয়েছে। এর আগেও সে ধর্ম নিয়ে এমন উস্কানিমূলক ও কটূক্তি করেছে। একজন মুসলিম হিসেবে আমি এর প্রতিবাদ জানাই ও বিশ্ববিদ্যালয় থেকে তার বহিষ্কার চাই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তার বিরুদ্ধে অভিযোগনামা দেয়া হবে।’
তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটস থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসের সিনিয়র রোভারমেট তোফাজ্জল হোসেন।
এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমি ফেসবুকে বিষয়টি দেখেছি। এটা যেহেতু ধর্মীয় ইস্যু, আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে রেখেছি। যখন লিখিত অভিযোগ পাব, তখন তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে। আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে আমরা আগামীকাল প্রক্টরিয়াল বডি বসব। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হবে। যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে সঠিক ব্যবস্থাগ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত না। তবে একজন শিক্ষার্থী হিসেবে সে ধর্ম অবমাননা করতে পারে না। তবে অবমাননার অভিযোগ প্রমাণিত হলে বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয় না, প্রশাসন থেকে পদক্ষেপ নেবে।’
সনাতন বিদ্যার্থী সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাখার সাধারণ সম্পাদক শ্রী দ্বীপ চৌধুরী বলে, ‘স্বপ্নীল খুবই নিন্দনীয় কাজ করেছে। একজন মহান ব্যক্তি নিয়ে সে এই ধরনের কথা বলতে পারে না। আমাদের সংগঠন মানুষকে নিন্দা করা সমর্থন করে না। তার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমাদের সংগঠনের কেন্দ্র থেকে ব্যব গ্রহণ করবেন।’
ধর্মীয় অবমাননা কারণ জানতে স্বপ্নীলের সাথে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের নম্বর ব্লক করে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা