সীতাকুণ্ডে পা দিয়ে লিখে শরিফুলের জিপিএ ৫ লাভ
- নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
- ১২ মে ২০২৪, ১৯:৫৭
চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে শরিফুল ইসলাম নামে এক প্রতিবন্ধী জিপিএ ৫ পেয়েছে। সে স্বাভাবিক জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার দুটি হাত কাটা যায়। শরিফুল ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। সে হাজী তোবারাক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শুধু মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এনে দিয়েছে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই সাফল্য।
শরিফুলের পিতা বজলুর রহমান বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে এ কৃতিত্ব।
শরিফুল বলেন, ‘আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি চিন্তা করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে শরিফুল।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরও শরিফুল অন্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। পরীক্ষায় তার জন্য অতিরিক্ত আধ ঘন্টা সময় বেশি থাকলেও সে তা গ্রহন করতে হয়নি। আমি বিত্তবানদের অনুরোধ করব শরিফুলের পড়া লেখায় সহযোগিতা যেন এগিয়ে আসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা