১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশাের নিহত

-

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশােরের মত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কিশাের উত্তর ত্রিশ গ্রামের মাে: হুমায়ুন মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার সকাল বাড়ির পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে ৯টার দিকে আচমকা ঝড় বষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে সিয়াম গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করলে সেখানে নেয়ার পথে তার মত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চদ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement