১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

নিহত হাফেজ সাইফুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ মো: সাইফুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) সকাল ১০টায় উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় একটি জোনাকি পরিবহন বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন।

নিহত হাফেজ সাইফুল ইসলাম সাহেরখালী ইউনিয়নের পুর্ব সাহেরখালী গ্রামের মো: নুর আহমদের ছেলে। তিনি খইয়াচড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের চৌধুরী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে একটি জোনাকি পরিবহনের বাস একটি চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলে নিহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী লেনে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের আরোহী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement