০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

দখলদার ইসরাইলি বাহিনীর হাতে গাজা ও রাফায় নিরীহ মানুষদের চলমান গণহত্যার বিরুদ্ধে সুরক্ষা এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

বৃহস্পতিবার (৯ মে) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি নগরীর এ কে খান এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজির হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সেক্রেটারি ইলিয়াস শাহরিয়ার। এতে নগর, থানা ও ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেন, যুদ্ধ বিরতি আলোচনার মধ্যে গাজায় আবারো হামলা চালিয়ে একই পরিবারের সাতজনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। তারা নিরীহ মানুষের ওপর একেরপর এক হামলা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ইসরাইল একটি ইহুদি, বর্ণবাদী, মানবতা ভূলুণ্ঠিতকারী, জবরদখলকারী রাত্র। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের উদ্যোগ না নিয়ে ভণ্ডামি লুকোচুরি খেলছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে। ফিলিস্তিনের পক্ষে যারা আন্দোলন করছে সকলের সাথে জামায়াতে ইসলামী সহমর্মিতা প্রকাশ করছে।

তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী বর্বরতা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক লোকজনসহ নিরাপরাধ নারী-শিশুদের ওপর দখলদার বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও নির্মম নিধনযজ্ঞ ফিলিস্তিনের পবিত্র ভূমিকে রক্তাক্ত করেছে। হায়েনাদের হাত থেকে রেহাই পায়নি মসজিদ ও মুসল্লীরাও। তিনি ইসরাইলী দখলদার বাহিনীর নির্বিচারে বোমা হামলা ও নির্মম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণহত্যা বন্ধে জাতিসঙ্ঘ, ওআইসি ও আরবলীগসহ বিশ্বসংস্থাগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
ভোটার হওয়ার বয়স ১৭ হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে কুড়িগ্রামে শীত উপেক্ষা করে ইরি চাষে ব্যস্ত কৃষক এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ এবার মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন

সকল