পটিয়ায় গাড়ির চাপায় অটোরিকশাচালক নিহত
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৬ মে ২০২৪, ২০:৪৬
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া একটি দ্রুতগামী গাড়ির চাপায় বাদশা মিয়া (৫০) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টায় সড়কের পটিয়া মনসা বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া তালুকদার পাড়ার শহীদ আহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে হাই ক্রসিং থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওই অটোরিকশাচালক তার সিএনজি অটোরিকশা নিয়ে গ্যাস রিফলিং করে যাওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতবাহন তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় পটিয়া হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা