১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার

চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার - প্রতীকী

চকরিয়া উপজেলার খুটাখালী বহলতলী উপকূলীয় চিংড়ি ঘেরের মসজিদ ঘাটা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, বয়স আনুমানিক ৪০ বছর।

জানা গেছে, বহলতলী চিংড়ি ঘের এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের মুখে জখমের চিহ্ন রয়েছে এবং পরনে চেকশার্ট ও লুঙ্গি ছিল বলে জানা গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement