০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক

রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে ৬০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মে) দুপুরে রামু উপজেলা পরিষদ-সংলগ্ন হোটেল শেরাটনের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

অভিযানে আটক মাদককারবারীরা হলেন কক্সবাজার পৌরসভার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাসটার্মিনাল এলাকার মতিউর রহমানের ছেলে জাহেদ হাসান রাসেল (৩০) ও ১০ নম্বর ওয়ার্ড নতুন বাহার ছড়া এলাকার অজিত শর্মার ছেলে লিটন শর্মা।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি এক্স নোহা হাইব্রিড গাড়ি (চট্রমেট্রো-চ-১১-৮৯০১) জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার পরিমাণ ২০ হাজার ও এর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানা যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানের নেতৃত্বে এ অভিযানে রামু থানার উপ-পরিদর্শক আবুল কাওসার, উপ-পরিদর্শক আল আমিন ও উপ-পরিদর্শক অসীম চন্দ্র ধরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় একটি নোহা গাড়ি থেকে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও গাড়ি তল্লাশী করে গাড়ির সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। ওসি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।


আরো সংবাদ



premium cement

সকল